ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

বাঁধের দাবিতে মানববন্ধন

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

বাঁধের দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকায় তিস্তা নদীর স্থায়ী বাঁধ নির্মাণসহ নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ভুক্তভোগী হাতীবান্ধা উপজেলাবাসী’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র নেতারা। ওই মানববন্ধনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব উপস্থিত ছিলেন।

তবে মানববন্ধনে পুলিশী বাঁধা পেয়েছে এমন অভিযোগ এবি পার্টির নেতা এরশাদ হোসেন সাজু করলেও হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ভুক্তভোগী হাতীবান্ধা উপজেলাবাসীর ব্যানারে একটি মানববন্ধন হয়েছে। সেখানে পুলিশ বাঁধা দেয়নি।

হাতীবান্ধার মানববন্ধন কর্মসূচী শেষে এবি পার্টির আয়োজনে সির্ন্দুনা ইউনিয়নে চিকিৎসা সেবা ও নদী ভাঙ্গন পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় এবি পার্টি’র যুগ্ন আহ্বায়ক এরশাদ হোসেন সাজু, সিনিয়র সহযোগী সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ও জেলা এবি পার্টির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেলো দুই জনের

> আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিজয়ী

> সেফটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

> সিলেটের এমসি কলেজে যা ঘটেছে

  • সর্বশেষ
  • পঠিত