ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ সময়মতো ভারতের করোনা টিকা পাবে: হাইকমিশনার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২০, ২১:৫৪  
আপডেট :
 ০৮ অক্টোবর ২০২০, ২২:০৩

বাংলাদেশ সময়মতো ভারতের করোনা টিকা পাবে: হাইকমিশনার

ভারতের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশ ‘সময়মতো’ পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নতুন হাইকমিশনার কোভিড-১৯ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতের হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ‘যথেষ্ট গুরুত্ব’ দেয়। ভারতে যে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদিত হবে সেটা বাংলাদেশ ‘সময়মতো’ পাবে।

বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।

আর এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন শুরু করলেন দোরাইস্বামী।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ৫ অক্টোবর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। ঢাকায় আসার পরদিন ৬ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশ করেন তিনি। এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন। পরিচয়পত্র পেশের পর সন্ধ্যায় ইন্ডিয়া হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিক্রম।

বাংলাদেশে ভারতের ১৭তম হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন বিক্রম দোরাইস্বামী। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

এর আগে বেনাপোল সীমান্ত দিয়ে গত ২ অক্টোবর ঢাকা ছেড়েছেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। রীভার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

আরও পড়ুন

বাংলাদেশে পৌঁছেছেন ভারতীয় নতুন হাইকমিশনার

বাংলাদেশে ভারতের নয়া হাইকমিশনার দোরাইস্বামী

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী​

বাংলাদেশে ভারতের নয়া হাইকমিশনার দোরাইস্বামী

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত