ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পেঁয়াজবীজের কেজি ১০ হাজার টাকা!

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২০, ২১:২৭  
আপডেট :
 ১৮ নভেম্বর ২০২০, ২১:৪৬

পেঁয়াজবীজের কেজি ১০ হাজার টাকা!

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় প্রতি কেজি পেঁয়াজবীজের দাম ১০ হাজার টাকা ছাড়িয়েছে। এবার প্রতি মণ পেঁয়াজবীজ ৪ লাখ টাকা।

মঙ্গলবার উপজেলার জবই গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, এবার ১০ হাজার টাকা কেজি দরে পেঁয়াজের বীজ কিনেছেন।

গতবছর ১ হাজার টাকা কেজি পেঁয়াজের বীজ কিনেছিলেন বলে জানান তিনি।

উপজেলার শিতলডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম বলেন, গতবার প্রতি কেজি ৮০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত পেঁয়াজের বীজের দাম ছিল। এবার প্রতি কেজি পেঁয়াজ বীজ কয়েকদিন আগে ছিল ৬ হাজার টাকার উপরে দাম। এখন ১০ হাজার ছাড়িয়েছে। সাপাহারে পেঁয়াজের বীজ প্রতি মণ ৪ লাখ টাকা।

আরো পড়ুন: ৫০ কেজি পেঁয়াজের বস্তা দশ টাকা!

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মজিবুর রহমান জানান, সাপাহার উপজেলায় গতবার ৪৪৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। এবার আশা করছি, ৬০০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হবে।

তিনি আরো বলেন, তুলনামূলক এবার পেঁয়াজের দাম একটু বেশি। এই জন্য পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বেশি। এরই প্রেক্ষিতে পেঁয়াজ বীজের দাম একটু বেশি। তবে নজর রাখছি বাজারে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত