প্রকাশ : ২৭ নভেম্বর ২০২০, ২০:০১
বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর এক যুবক।
|আরো খবর
শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক ওরফে বঙ্গভাই সজল (২৮) কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি এলাকার নাজিম উদ্দিনের ছেলে ও মো. শরীফুল ইসলাম সোহাগ (২৭) বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত যুবক হলেন শান্ত। তাকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে মোটরসাইকেলে করে চান্দিনায় যাচ্ছিলেন সজল, সোহাগ ও শান্ত। এসময় একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সজল ও সোহাগের মৃত্যু হয়।
ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন- কাপ্তাইয়ে অটোরিকশা উল্টে কলেজছাত্রী নিহত
বাংলাদেশ জার্নাল/আর