ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১২:৫৪  
আপডেট :
 ০৩ ডিসেম্বর ২০২০, ১৩:০৩

বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সংগৃহীত ছবি

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাধর্মী এ প্রতিষ্ঠান ৫২ এর ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ হয়ে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক এই প্রতিষ্ঠানটি। ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা এই একাডেমির স্বপ্নদ্রষ্টা।

ইতিহাস মতে, ১৯৫৫ সালের এই দিনে ‘বর্ধমান হাউসের’ বটতলায় (আজকের নজরুল মঞ্চ) উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব-বাংলার তদানীন্তন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ‘উদ্বোধনী ভাষণ’ পাঠ করেন। পূর্ব-বাংলার তদানীন্তন শিক্ষামন্ত্রী আশরাফ উদ্দীন আহমদ চৌধুরীও অনুষ্ঠানে ভাষণ দেন।

বাংলা একাডেমির প্রথম সচিব ছিলেন মুহম্মদ বরকতুল্লাহ। প্রথম পরিচালক হিসেবে অধ্যাপক মুহম্মদ এনামুল হক, প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাজহারুল ইসলাম।

অমর একুশে গ্রন্থমেলার আয়োজন ছাড়াও গবেষণা, পুস্তক প্রকাশনা, পত্রিকা প্রকাশনা, বিভিন্ন বিশেষ প্রকল্প, মুদ্রণ, সাহিত্য পুরস্কার প্রদান, ফেলোশিপ প্রদানসহ নিয়মিতভাবে নানা কার্যক্রম করে আসছে প্রতিষ্ঠানটি।

আজ দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে বাংলা একাডেমি।

আরও পড়ুন- বিয়ে নিয়ে একটা কথাও বলবো না: শ্রাবন্তী

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত