ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৪১

সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়
ছবি- প্রতিনিধি

ভারতে ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াছিন আলী ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার আলী খান মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি ও বিএসএফ'র সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াছিন আলী জানান, ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ’র মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

সীমান্তে সৌহাদ্য ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সু-সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত