ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে দুই মাদক কারবারির কারাদণ্ড

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৩

গোপালগঞ্জে দুই মাদক কারবারির কারাদণ্ড
ছবি- প্রতিনিধি

গোপালগঞ্জে দুই মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা এক কেজি দুইশ' গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার সকালের দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে পিনু শেখ (২৫) ও সদর উপজেলার মিয়াপাড়া এলাকার নিয়ামত বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২২)। এর মধ্যে পিনু শেখকে এক বছর ও রানা বিশ্বাসকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. নাজমুল হাসান খান জানান, মাদক বেচাকেনা হবে বলে খবর পেয়ে টুঙ্গিপাড়ার চর কুশলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি পিনু শেখকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে সদর উপজেলার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইশ' গ্রাম গাঁজাসহ রানা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদক কারবারি পিনু শেখকে এক বছর ও রানা বিশ্বাসকে ৩ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান। পরে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত