ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

মুন্সীগঞ্জের গুরুত্বপূর্ণ সকল স্থানে নিরাপত্তা জোরদার

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ১৫:৩২  
আপডেট :
 ০৮ এপ্রিল ২০২১, ১৫:৩৭

মুন্সীগঞ্জের গুরুত্বপূর্ণ সকল স্থানে নিরাপত্তা জোরদার
ছবি- প্রতিনিধি

হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সরকারি-বেসরকারি অফিস আদালতসহ জেলার গুরুত্বপূর্ণ সকল স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পুরো জেলাজুড়ে বিজিপি, র‍্যাব ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এক হাজার সদস্য যে কোনো পরিস্তিতি মোকাবেলায় মাঠে রয়েছে।

এদিকে হেফাজত ইসলামের পূর্বের ঘোষণাকৃত বিক্ষোভ ও সমাবেশস্থল সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়াসহ এর আশপাশে সকল ধরণের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

তবে করোনা সংক্রমণ এড়াতে হেফাজত ইসলাম তাদের সভা সমাবেশ স্থগিত করেছে বলে নিশ্চিত করেছেন মধুপুর পীর সাহেব।

পরিস্থিতি স্বাভাবিক করতে ও যে কোনো পরিস্তিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সচেষ্ট রয়েছে জানিয়ে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, বর্তমানে জেলার পরিস্তিতি শান্ত রয়েছে। কেউ যাতে পরিস্তিতি অশান্ত করতে না পারে, জানমালের নিরাপত্তা যেন বিঘ্ন না হয়, সেজন্য জেলাজুড়ে এক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর লোজন নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত