ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

হবিগঞ্জের ডিসি:

ঝড়ের আশঙ্কায় দ্রুত ধান কাটার তাগিদ

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২১, ২১:১৯

ঝড়ের আশঙ্কায় দ্রুত ধান কাটার তাগিদ
ছবি- প্রতিনিধি

হবিগঞ্জে চলতি মাসে কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সঙ্গে আকস্মিক বন্যাও। তাই ৮০ শতাংশ পাকলেই দ্রুত ধান কেটে নেয়ার তাগিদ দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

সোমবার জেলার আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে বোরো ফসলের মাঠ পরিদর্শনে গিয়ে এ তাগিদ দেন তিনি। এ সময় তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, আগামী ৩ দিনের মধ্যেই হবিগঞ্জে বড় ধরণের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আকস্মিক বন্যাও হতে পারে। তাই ৮০ শতাংশ পাকা ধান এ সময়ের মধ্যে কেটে ফেলার পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে শ্রমিক বেশি লাগিয়ে হলেও যেন দ্রুত ধান কেটে ঘরে তুলা যায়, সে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, ১৭টি কম্বাইন্ড হার্ভেস্টিং মেশিন রয়েছে। এগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে যেন দ্রুত ধানকাটা হয়, সে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান বলেন, জেলায় ৮ এপ্রিল থেকে ধানকাটা শুরু হয়। এখন পর্যন্ত ২৭ শতাংশ ধানকাটা সম্পন্ন হয়েছে। জেলায় বাইরে থেকে শ্রমিক এসেছেন ৮ হাজার ৫০০ জন। আর নিজস্ব শ্রমিক রয়েছেন ৩৮ হাজার ৫০০ জন। এখানে শ্রমিকের কোনো সঙ্কট নেই।

তিনি আরও জানান, তবুও যদি কেউ শ্রমিক বাইরে থেকে নিয়ে আসতে চান, তবে কৃষি বিভাগ বা জেলা প্রশাসনের সঙ্গ যোগাযোগ করলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তার সূত্রে জানায়, জেলায় চলতি বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৮০০ হেক্টর জমি। কিন্তু আবাদ হয়েছে ১ লাখ ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লাখ ১৪ হাজার মেট্রিক টন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত