ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ছাগল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল বাবা-ছেলের

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২১, ২১:২৪

ছাগল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল বাবা-ছেলের
প্রতীকী ছবি

বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত অপর ছেলে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাসেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মোক্তার হাওলাদার (২৫)।

স্থানীয়রা জানায়, কাসেম হাওলাদার ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের টিবিসি ইটভাটা সংলগ্ন মাঠে যান। এ সময় ছাগল তার হাত থেকে ছুটে যায়। ছাগল ধরতে গিয়ে ইটভাটার বৈদ্যুতিক ক্যাবলে তার হাত স্পর্শ হয়। এ সময় তার চিৎকার শুনে দুই ছেলে মোক্তার ও মনির হাওলাদার বাবাকে বাঁচাতে গিয়ে তারা দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাসেম ও মোক্তারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, টিবিসি ইটভাটায় সাইডলাইনের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছিলো। গত দুই মাস ধরে ইটভাটা বন্ধ থাকলেও সংযোগ চালু ছিল। সংযোগ ক্যাবলটি মাঠে ঝুলে ছিল।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত