ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রাম পৌরসভায় ৩টি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ আরোপ

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২১, ০৪:০৭

কুড়িগ্রাম পৌরসভায় ৩টি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ আরোপ
ছবি- প্রতিনিধি

সীমান্তজেলা কুড়িগ্রামে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় কুড়িগ্রাম পৌর এলাকার ৩টি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার বিকেল থেকে ৭ দিনের জন্য পৌর এলাকার ২, ৩ ও ৭ নং ওয়ার্ডে এ বিধিনিষেধ বলবৎ আছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১০ দিনে (৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত) জেলায় ২৭২টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ দিনের আক্রান্তের গড় হার ৪২ শতাংশের উপরে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫০ জনের ধারণক্ষমতা রয়েছে। মঙ্গলবার ১৫ জুন পর্যন্ত সেখানে ভর্তি রয়েছে ১১ জন।

অপর দিকে বুধবার সকালে জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকার নাখারগঞ্জ গ্রামের আলীম উদ্দিন নামের এক করোনা রোগী রংপুর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

জেলায় এ পর্যন্ত ১ হাজার ৩৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৭ জন। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৬০১ জনের।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত