ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২১, ১৭:৪০

জয়পুরহাটে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ

সীমান্তবর্তী জয়পুরহাটে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪৮ জন। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৮ জনে।

এদিকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় বুধবার বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। এর আগে জয়পুরহাট সদর, পাঁচবিবি ও কালাই পৌরসভা এলাকায় এই বিধিনিষেধ জারি করা হয়।

এ প্রসঙ্গে জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, ২৮৩ জনের করোনার টেস্ট করে ৪৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা হাসপাতালে ও নিজ বাড়ির আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৯ জন।

জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম জানান, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতরাতে মিটিং করার পর জয়পুরহাটের আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারি করা হয়েছে। স্বাস্থবিধি মানাতে প্রশাসন মাঠে তৎপর রয়েছে। এছাড়াও সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত