ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:৩৮

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় এবং বাকি ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে এ সময়ে ৯৭৫ টি নমুনা পরীক্ষায় আরও ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৭ শতাংশ।

এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০৫ জনের। চিকিৎসায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২২ জন।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৪ জন ভর্তিসহ বর্তমানে ৪৬২ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসাধীন আছেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার ফরিদা (৪০), গফরগাঁও উপজেলার আজিম উদ্দিন (৪০) ও শিরিনা (৬০), ত্রিশাল উপজেলার হোসনে আরা (৫৮), শেরপুরের হানিফ মিয়া (৫০) ও মরিয়ম (৬৫), টাঙ্গাইল শফিপুরের হাবিবুর রহমান (৪৫) ও মধুপুর উপজেলার খোরশেদ আলম (৭০) এবং নেত্রকোনার সালমা (৩৫)।

এছাড়াও করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭০), আবুল বাশার (৬০), আব্দুল কুদ্দুছ (৭০), সিরাজুল হক (৬০), একেএম জালাল উদ্দিন (৮৭), মো. আব্দুল রাজ্জাক (৬৫) ও জামালপুর সরিষাবাড়ি উপজেলার মাহফুজা (৫০) ও টাঙ্গাইল মধুপুর উপজেলার সুরাইয়া (৩৫)।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত