ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

বরিশালে একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬৮.৬১ শতাংশ

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১০:৪২  
আপডেট :
 ১৬ জুলাই ২০২১, ১০:৫১

বরিশালে একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬৮.৬১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৬৮.৬১ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৭ জন। এর মধ্যে কোন পজিটিভ ছিলো না। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ রোগী। যাদের মধ্যে ৭ জন পজিটিভ ছিলো।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৪৯ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ১৯ জন পজিটিভ ছিলো। ২২ টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।

শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩০৩ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের। বাকীরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় মধ্যে ১২৯ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৬৮.৬১ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিলো ৫ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে ১ হাজার ৬৪২ ছিলো পজিটিভ।

ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে পজিটিভ ছিলো ১ হাজার ২৯১ জন। ৮৮৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলো ২৪৩ জনের।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত