ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ভোলায় করোনায় নারীর মৃত্যু, শনাক্ত ৫১.৪৪ শতাংশ

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১২:০১  
আপডেট :
 ১৬ জুলাই ২০২১, ১২:২৫

ভোলায় করোনায় নারীর মৃত্যু, শনাক্ত ৫১.৪৪ শতাংশ

ভোলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে জেলা শহরের গাজীপুর রোডের বাসিন্দা পারভিন বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১২ জুলাই ওই নারী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ সিরাজ উদ্দিন শুক্রবার সকালে এতথ্য নিশ্চিত করেন।

ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র জানয়, গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ৪৫ জন ভোলা সদর, দৌলতখানে ৮ জন, ১০ জন বোরহানউদ্দিন, লালমোহন ৩ জন, তজুমদ্দিন ও চরফ্যাশনে ১ জন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা।

নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৫১.৪৪ শতাংশ। একদিন আগে বুধবার আক্রান্তের হার ছিলো ৫৭.৩১ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৫ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮০ জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৩ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯৫৪ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৭ জনের।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত