ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

দুপুরে সেবা চালুর বিজ্ঞপ্তি দিয়ে রাতে বাতিল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৫:৩৭

দুপুরে সেবা চালুর বিজ্ঞপ্তি দিয়ে রাতে বাতিল

স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সীমিত পরিসরে সেবা কার্যক্রম চালুর কথা জানিয়ে রোববার দুপুরে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)। তবে রাতেই আবার সেই সিদ্ধান্ত বদল করে কর্তৃপক্ষ।

বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে বিআরটিএ-এর কার্যক্রম চালুর আগের আদেশ বাতিল করা হলো।

তবে রোববার দুপুরে দেয়া বিজ্ঞপ্তির তথ্য জেনে সোমবার সকাল থেকে বিআরটিএ অফিসের সামনে ভিড় করেন সেবাগ্রহীতারা।

সোমবার সরেজমিনে মিরপুর-১৩ নম্বরের বিআরটিএ কার্যালয়ে গিয়ে গেট বন্ধ পাওয়া যায়। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ফলে দুপুরের সিদ্ধান্ত রাতে পরিবর্তন করায় সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন মানুষ। তারা এমন সিদ্ধান্ত পরিবর্তনে ক্ষোভ জানান।

গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য জানান, ঈদের ছুটি শুরুর পর থেকে বিআরটিএ-এর সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার থেকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রোববার রাতে হঠাৎ কার্যক্রম চালু না করার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত