ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বিএসইসির কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৪

বিএসইসির কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ
ফাইল ছবি

বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) সব প্রতিষ্ঠানে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ‘শেখ রাসেল দিবস’ যথাযথ মর্যাদায় পালনে প্রস্তুতিমূলক সভায় বিএসইসি চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁইয়া এ কথা বলেন।

এছাড়া প্রতিটি কারখানায় শিশুশ্রম নিরোধ ও শিশু অধিকার রক্ষায় কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, বিএসইসির সব প্রতিষ্ঠানে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে। সেটা ব্যস্তবায়নে কারখানায় শিশুশ্রম নিরোধ ও শিশু অধিকার রক্ষায় কমিটি গঠন করুন। পাশাপাশি শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিও থাকবে প্রতিটি কারখানায়।

সভায় শেখ রাসেল দিবসে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে দোয়া মাহফিল, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠান বাস্তবায়নের জন্য একজন পরিচালককে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত