ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

সাবেক ছাত্রলীগ নেতা ‘কোয়ার্টার রনি’ গ্রেপ্তার

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

সাবেক ছাত্রলীগ নেতা ‘কোয়ার্টার রনি’ গ্রেপ্তার
ছবি- প্রতিনিধি

টাঙ্গাইলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রনি ওরফে কোয়ার্টার রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র ও ছিনতাইসহ নয়টি মামলা রয়েছে।

কোয়ার্টার রনি টাঙ্গাইল শহরের দেওলা কোদালিয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত আতিকুর রহমান রনি টাঙ্গাইলে কোয়ার্টার রনি হিসেবে পরিচিতি। এছাড়া কোয়ার্টার রনি টাঙ্গাইলের রাজনীতিতে সাবেক এমপি আমানুর রহমান খান রানার সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার রাতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এদিকে ছিনতাই মামলাতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে। পরে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসানাত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত ২০১২ সালে কোয়ার্টার রনি ও তার সহযোগীরা টাঙ্গাইলের পিচুরিয়া এলাকা থেকে যুবলীগ নেতা শামীম ও মামুন নামের দুইজনকে অপহরণের পর খুন করে লাশ গুম করার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় কোয়ার্টার রনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

কোয়ার্টার রনির বিরুদ্ধে দুইটি খুন, চারটি অস্ত্র মামলাসহ আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও সে সদর থানায় দায়ের হওয়া ছিনতাই মামলার আসামি। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল গেটে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদকদ্রব্যসহ নয়টি মামলা রয়েছে। এর আগে কোয়ার্টার রনি হাসপাতালের ভান্ডার রক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল। সে সময় পুলিশ তাকে পিস্তলসহ গ্রেপ্তার করেছিল। সে বিভিন্ন মামলার আসামি হয়েও টাঙ্গাইল শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।

এদিকে বিগত ২০১৯ সালের ২২ জুলাই রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এলাকা থেকে কোয়ার্টার রনিকে গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তার কাছ থেকে দেশিয় তৈরি ওয়ান শুটার গান (এল.জি) ও দুইটি রাবার বুলেট উদ্ধার করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার নিউমার্কেট এলাকা থেকে বিগত ২০১৮ সালের ৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সে সময় হত্যা ও অস্ত্রসহ ছয়টি মামলা ছিল।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত