ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশ বহাল

  জার্নাল প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১৫:৩৭  
আপডেট :
 ২১ অক্টোবর ২০২১, ১৫:৪৫

জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশ বহাল
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

নোয়াখালীতে ৯ বছরের শিশু আরাফাত হোসেনকে (৯) হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জাহাঙ্গীরের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আসামিপক্ষে পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এর আগে গত ৮ জুলাই তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। পরে ওই রায়ের রিভিউ চেয়ে আবেদন করে আসামি জাহাঙ্গীর।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ১৩ মার্চ সন্ধ্যার পর গোপীনাথপুর গ্রামের শিশু এবং মাইজদী নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ পাশের কবরস্থানে ফেলে রাখে জাহাঙ্গীর। হত্যার ঘটনার পর আরাফাতের বাবা বাবুল খান বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তারের পর আসামি জাহাঙ্গীর হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। শিশু আরাফাতের বাবার সঙ্গে জাহাঙ্গীরের জমি বিক্রির টাকা নিয়ে বিরোধ ছিল। সে ওই বিরোধের জের ধরে তাকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/ জেবি

  • সর্বশেষ
  • পঠিত