ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

যুবলীগ নেতার ১ বছর কারাদণ্ড, অর্থদণ্ড প্রায় ৯ লাখ

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:১৯

যুবলীগ নেতার ১ বছর কারাদণ্ড, অর্থদণ্ড প্রায় ৯ লাখ
আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৮ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেন ওই আদালত।

গত ২৩ জানুয়ারি লালমনিরহাট যুগ্ন দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। আসামি আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। হামিদুল ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামের আ. লতিফের ছেলে বলে জানা গেছে।

রায়ের আদেশ কপি ও মামলা সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুলের কাছে ব্যবসায়িক কারণে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম ১৭ লক্ষ ৭৫ হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিনেও টাকা না পেয়ে ২০২০ সালের ২৫ আগস্ট লালমনিরহাট যুগ্ন দায়রা জজ দ্বিতীয় আদালতে মামলা করেন মোরশেদ আলম। র্দীঘ সাক্ষ্যপ্রমাণ শেষে গত ২৩ জানুয়ারি রায় ঘোষণা করেন আদালত।

বাদীর হয়ে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাইদ-ই- হাকিমুল ইসলাম এপিপি ও আসামিপক্ষে অ্যাড. সুমনা খাতুন।

লালমনিরহাট জজ আদালতের এপিপি সাইদ-ই- হাকিমুল ইসলাম জানান, বাদী মোরশেদ আলমের মামলায় আসামি আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুলের ১ বছরের কারাদণ্ড ও ৮ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। এছাড়া আগামী ১ মাসের মধ্যে ওই টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত