ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সেলফি তুলতে গিয়ে পা ফসকে তুরাগে ডুবে লাশ হলো স্কুলছাত্র

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ২১:০৯

সেলফি তুলতে গিয়ে পা ফসকে তুরাগে ডুবে লাশ হলো স্কুলছাত্র
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের মীরেরগাঁও এলাকায় কারখানা রেলব্রিজের পাশে শনিবার বিকালে সেলফি তুলতে গিয়ে পা ফোটকে এক স্কুলছাত্র তুরাগের পানিতে ডুবে মারা গেছে। সাড়ে ২০ ঘণ্টা পর রোববার সকালে তার লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবরিদল।

নিহত মোহাম্মদ মাহিন মহানগরের বাসন থানার নগরপাড়া এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় শাইনিং পার স্কুলের নবম শ্রেণির ছাত্র।

টঙ্গী ফায়ার স্টেশনের লিডার ইদ্রিস আলী জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে মাহিন তার দুই সহপাঠীকে নিয়ে কারখানা এলাকার রেল ব্রিজের পাশে বেড়াতে যান। এক পর্যায়ে ব্রিজের পাশে সেলফি তুলতে গিয়ে তুরাগের গভীর পানিতে তলিয়ে যায় এবং স্রোতের টানে অন্যত্র সরে যায়।

এ সময় মাহিনের সহপাঠীরা ডাকচিৎকার শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তুরাগের পানিতে তল্লাশি চালায়। দীর্ঘ সময় তল্লাশির পর রোববার বেলা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থল থেকে দেড়শ' গজ দক্ষিণে প্রায় ৩০ ফুট গভীর পানির নিচ থেকে মাহিনের লাশ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত