ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ফেনী থেকে মাদক এনে চট্টগ্রামে বিক্রি, ৩ যুবক ধরা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ১৬:২৬

ফেনী থেকে মাদক এনে চট্টগ্রামে বিক্রি, ৩ যুবক ধরা
ছবি: প্রতিনিধি

ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করতো তিন মাদক কারবারি। তারই ধারাবাহিকতায় নগরের কালুরঘাট থেকে পটিয়ায় ফেনসিডিল ও গাঁজা নিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এর আগে সোমবার রাত পৌনে ১টায় পটিয়া বাইপাস সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের কচুয়া থানার দুর্গাপুরের আব্দুর রহিমের ছেলে মো. সোহেল (২৭), হাটহাজারীর মির্জাপুর গ্রামের মির্জা কামাল সওদাগরের ছেলে মো. জয়নাল আবেদীন রাশেদ (৩০) ও জোরারগঞ্জের পশ্চিম ওলি নগরের সালেহ আহম্মদের ছেলে শাফায়েত হোসেন (২২)।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, কালুরঘাট থেকে মাদক নিয়ে একটি মাইক্রোবাস পটিয়ার দিকে আসছে- এমন তথ্যের ভিত্তিতে বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করি। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত