ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় পৃথক দুই হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১৮:০৪

কুষ্টিয়ায় পৃথক দুই হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া মডেল থানা ও কুমারখালী থানার পৃথক দুটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এবং বিশেষ জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

কুষ্টিয়া সদর উপজেলার ডা. সানাউর রহমান (৫৭) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে আজিজুল ইসলাম (২৫), আব্দুর রহমানের ছেলে সাইজুদ্দিন কাজী (৩০), কবুরহাট দোস্তপাড়ার সামাদ সরদারের ছেলে জয়নাল সরদার (৩৮) এবং খাজানগর মাদ্রাসাপাড়ার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান (৩০)।

মামলা সূত্রে জানা যায়, ডা. সানাউর রহমান সদর উপজেলার মৃত বজলুর রহমানের ছেলে এবং পেশায় হোমিও চিকিৎসক। ২০১৬ সালের ২০ মে সকাল পৌনে ১০টার দিকে সহযোগী সাইফুজ্জামানকে নিয়ে নিজ দাতব্য চিকিৎসা কেন্দ্র বটতৈল শিশির মাঠে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছলে পেছন থেকে আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মীর সানাউর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মীর আনিসুর রহমান বাদী হয়ে পরদিন ২১ মে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। সেখানে তদন্ত প্রতিবেদনের পর্যবেক্ষণে ঘটনাটিকে সাম্প্রদায়িক উস্কানি থেকে ধর্মান্ধ ব্যক্তিরা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে, ব্যবসায়ী বিয়াজুল (৫৫) হত্যা মামলায় কুমারখালী থানার ব্যবসায়ী রিয়াজুল উপজেলার বাড়াদি গ্রামের বাসিন্দা মৃত আইনুদ্দিন বিশ্বাসের ছেলে সিফাত বিশ্বাস (৫০) এবং ভাতিজা (মৃত) জয়েন বিশ্বাসের ছেলে ওয়াসিম আলিকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

অপরদিকে, কুমারখালী থানার বাড়াদি গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় ও ধারালো চাকুর আঘাতে খুন হন প্রতিবেশী ব্যবসায়ী বিয়াজুল (৫৫)। ২০১৭ সালের ২৩ এপ্রিল বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ২৪ এপ্রিল কুমারখালী থানায় ৯ জনের নাম উল্লেখসহ হত্যা মামলা করেন। তদন্ত শেষে কুমারখালী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দীলিপ কুমার বিশ্বাস ২০১৭ সালে ১০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাড. রফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী রিয়াজুল হত্যা মামলায় স্বাক্ষ্য শুনানি শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাবাসের আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ জার্নাল/পিএম/এসকে

  • সর্বশেষ
  • পঠিত