ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সাড়ে ৩৮ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ২১:১৭

যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সাড়ে ৩৮ লক্ষ টাকার চেক ও সনদপত্র বিতরণ
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ৮৮ জন প্রশিক্ষণাথীদের মধ্যে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান।

এ সময় প্রধান অতিথি সেখানে রেড ক্রিসেন্টের ভ্রাম্যমাণ রক্ত দান কর্মসূচির উদ্বোধন, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত মুক্তকরণ এবং প্রশিক্ষণ কেন্দ্রর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত