ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

আয়াত হত্যা: মরদেহের খণ্ডিত অংশের খোঁজে ফের তল্লাশি

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ১৮:৫০

আয়াত হত্যা: মরদেহের খণ্ডিত অংশের খোঁজে ফের তল্লাশি
ফাইল ছবি

নগরের ইপিজেডে হত্যার শিকার পাঁচ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতের মরদেহের বাকি খণ্ডিত অংশের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার সকাল থেকে নগরের বন্দরটিলা আকমল আলী রোড এলাকার স্লুইচগেট এলাকায় তল্লাশি শুরু করে সংস্থাটির সদস্যরা।

এর আগে গত ৩০ নভেম্বর দুপুরে নগরের আকমল আলী রোডের শেষপ্রান্তে একটি নালায় স্লুইচগেটের কাছে থেকে শিশু আলীনা ইসলাম আয়াতের খণ্ডিত দেহের বিচ্ছিন্ন দুই পায়ের অংশ এবং সর্বশেষ বৃহস্পতিবার শিশু আয়াতের খণ্ডিত মাথার অংশ উদ্ধার করা করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টোর পরিদর্শক ইলিয়াস খান বলেন, পিবিআই মেট্রোর ৫৫ জনের একটি দল সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১২টা পর্যন্ত কয়েকটি ভাগে শিশু আয়াতের মরদেহের খণ্ডিত আরও অংশের খোঁজে তল্লাশি চালায়। এ সময় মরদেহের কোনো খণ্ডিত অংশ উদ্ধার হয়নি।

খুনি আবির আলীর (১৯) দেয়া তথ্যের সূত্র ধরে গত তিন দিন যাবত পিবিআইয়ের ২৫ জনের দুটি টিম আয়াতের দেহের খণ্ডাংশগুলো ফেলার স্থান দুটিতে অনুসন্ধান চালাচ্ছে।

আবির আলী স্বীকার করেছে, মুক্তিপণের জন্য সে বাড়িওয়ালার নাতনিকে অপহরণ করেছিল। চিৎকার করায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ১৬ নভেম্বর সকালে মরদেহ তিন টুকরো করে আকমল আলী রোডের শেষপ্রান্তে বেড়িবাঁধের পর আউটার রিং রোড সংলগ্ন বে–টার্মিনাল এলাকায় সাগরে ভাসিয়ে দেয়। ওইদিন রাতে বাকি তিন টুকরো আকমল আলী রোডের শেষপ্রান্তে একটি নালায় স্লুইচ গেটের প্রবেশমুখে ফেলে দেয় আবির। আগের অভিযানে আয়াতের রক্তমাখা কাপড় ও স্যান্ডেল, মরদেহ টুকরো করার কাজে ব্যবহৃত বটি ও কাটার উদ্ধার করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত