ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

চাকরি না দিলে এমপির বাড়ি ছাড়ব না

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২০

চাকরি না দিলে এমপির বাড়ি ছাড়ব না

পুলিশ কনস্টেবল নিয়োগে উপজাতি কোটা সংরক্ষণের দাবিতে সংসদ সদস্যের বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও ওড়াঁও ছাত্র পরিষদ।

শনিবার দুপুরে উপজাতি যুবসমাজের ওড়াঁও ছাত্র পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। তাদের দাবি ছিল, পুলিশ বাহিনীসহ সরকারি বিভিন্ন দফতরে চাকরির কোটা পূরণ।

এ দাবিতে ওড়াঁও ছাত্র পরিষদ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করে।

তবে এ সময় সংসদ সদস্য বাসভবনে ছিলেন না। আন্দোলনকারীরা পরে একটি স্মারকলিপি সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের ব্যক্তিগত কর্মী ধর্মরাজকে প্রদান করেন।

এতে বলা হয়, পুলিশের কনস্টেবলসহ সরকারি চাকরির ক্ষেত্রে উপজাতি কোটা সংরক্ষণ করা হচ্ছে না। এছাড়া স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের কারণে উপজাতি জনগোষ্ঠী তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

উপজাতি ছাত্র পরিষদের এক নেতা অভিযোগ করে বলেন, ঘুষ দিতে না পারায় তারা কনস্টেবল পদে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত