ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আবারো মর্টার শেলের বিকট শব্দ, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৪:৫৫

আবারো মর্টার শেলের বিকট শব্দ, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা
ফাইল ছবি

মিয়ানমারের অভ্যন্তরে মাত্র আধাঘণ্টার মধ্যে ২১টি মর্টার শেল বিস্ফোরণ হয়েছে। এতে সীমান্তের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যের জেলা শহর মংডু টাউনশিপের কাছে নাকপুরা এলাকায় গতকাল রোববার (১৭ মার্চ) রাত ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৩৩ মিনিটে মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর আজ সোমবার (১৮ মার্চ) দুপুর ১টা পর্যন্ত আর কোনো বিস্ফোরণের শব্দের তথ্য পাওয়া যায়নি।

সীমান্তের একাধিক সূত্র জানায়, রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় আরাকান আর্মি স্থলপথে নাকপুরা এলাকার বিজিপি সেক্টর ঘিরে ফেলে এবং হামলা চালায়। এরপর বিজিপি সদস্যরাও পাল্টা জবাব দেয়। তখন রাত ৯টা ২৫ মিনিট থেকে আধঘণ্টা মর্টার শেলের বিস্ফোরণ ঘটে।

স্থানীয় লোকজন জানান, রোববার সন্ধ্যায় আরাকান আর্মি নাকপুরা এলাকার বিজিপি সেক্টরে হামলা চালিয়েছে। জবাবে বিজিপি সদস্যরাও পাল্টা হামলা চালায়। আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী এসব মর্টার শেল নিক্ষেপ করছে বলে ধারণা করছেন তারা।

টেকনাফের জালিয়াপাড়ার এক বাসিন্দা বলেন, রাতে কয়েক মিনিটের মধ্যে একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে পরিবারের কেউ ঠিক মতো ঘুমাতে পারেনি। বিশেষ করে শিশুরা বেশি আতঙ্কিত হয়ে যায়। বিস্ফোরণের তীব্র শব্দে আমার ৪ বছরের শিশু চিৎকার করে ওঠে। মনে হচ্ছে, মিয়ানমারের ওপারে আবারও বড় কোনো সংঘাত সৃষ্টি হতে যাচ্ছে।

এ ব্যাপারে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, বিকট শব্দের মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইল গ্রামগুলো।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, গত ছয় দিন মংডুর আশপাশের গ্রামগুলোতে দিনের বেলায় গোলাগুলি-মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। তবে রাতের বেলায় কয়েকটি গ্রামে থেমে থেমে গুলির শব্দ শোনা যেত। কিন্তু রোববার রাতে হঠাৎ একসঙ্গে ২১টি মর্টার শেলের বিস্ফোরণ সীমান্তের লোকজনের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।

এদিকে, মিয়ানমারের এ পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদের শাহপরীর দ্বীপ সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত