ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৪

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ১৩:০৯

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৪
প্রতীকী ছবি

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ বুধবার বেলা ১১টার দিকে নড়াইল-যশোর- বেনাপোল সড়কের দুর্বাজুড়ি নামকস্থান এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম জাফর হোসেন। তার বাড়ি যশোরে বলে জানা গেছে।

জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে ছেড়ে আসা বন্ধু কল্যাণ নামে একটি স্থানীয় বাস নড়াইল-যশোর-বেনাপোল সড়কের দুর্বাজুড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ১৫জন আহত হয়।

আহতদের ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধাকরে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্থানীয় বাস চালক জাফর হোসেনকে (৪৫) মৃত ঘোষণা করেন। এসময় অন্য আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শ (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে বাস চালক নিহত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত