ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ ৬

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৮, ০৮:৫৬  
আপডেট :
 ২৩ নভেম্বর ২০১৮, ০৯:০৮

গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ ৬
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে গ্যাসের পাইপ বিস্ফোরণে দুটি পরিবারের ছয়জন সদস্য দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে মোহাম্মাদিয়া হাউজিংয়ের একটি পাঁচ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এরা হলেন- বিল্লাল হোসেন (৩৫), নাঈমা হক (৪৬), মোহাম্মদ নাঈম (৭), হোসনে আরা (৫৩), লাইলি (৩৫) এবং মোনায়েম (২৮)।

দগ্ধ বিল্লাল হোসেনের স্ত্রী সালমা বেগম জানান, বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে মোহাম্মাদিয়া হাউজিংয়ের একটি পাঁচ তলা ভবনের বাড়িতে গ্যাসের পাইপ লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে দুই পরিবারের ছয়জন দগ্ধ হয়। পরে রাত সোয়া ১০ টার সময়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের মধ্যে বিল্লালসহ তিনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত