ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

‘সৈয়দ আশরাফ যেন নির্বাচিত হয়, সেটা নিশ্চিত করবেন- এটা আমি চাই’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:৫৬

‘সৈয়দ আশরাফ যেন নির্বাচিত হয়, সেটা নিশ্চিত করবেন- এটা আমি চাই’
ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের জন্য ভোট চেয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে চিকিৎসাধীন অসুস্থ সৈয়দ আশরাফকে আগামী নির্বাচনে বিজয়ী দেখতে চান বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘সৈয়দ আশরাফ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসে আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন। সে যেন নির্বাচিত হয়, সেটা আপনারা নিশ্চিত করবেন—এটা আমি চাই।’

মঙ্গলবার বিকালে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে নির্বাচনি প্রচার সভায় সংযুক্ত হয়ে কিশোরগঞ্জের দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন জেলায় ধারাবাহিক ভিডিও কনফারেন্সের আজ ছিল প্রথম দিন। প্রথমদিনে কিশোরগঞ্জ ছাড়াও নড়াইল ও বান্দরবানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নির্বাচনী সভায় মতবিনিময় করেন শেখ হাসিনা।

সুধাসদন প্রান্তে যৌথভাবে কনফারেন্সিং পরিচালনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘যেহেতু সৈয়দ আশরাফ অনুপস্থিত। কমিটির সকল সদস্য মিলে আপনারা সৈয়দ আশরাফের জন্য কাজ করবেন এবং ৩০ ডিসেম্বরে নির্বাচনে সে যেন জয়লাভ করে।’

তিনি আরো বলেন, ‘কারণ কিশোরগঞ্জ সবসময় নৌকার জায়গা। হাওর অঞ্চলে প্রচুর মাছ উৎপাদন হয়। মাছ শুধু উৎপাদন করলেই হবে না সেটা প্রক্রিয়াজাতকরণ করে বাজারজাতকরণ করে মূল্য বৃদ্ধি করা যায় সেজন্য আমরা ব্যবস্থা নেবো। আমরা প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নত করতে চাই। একটি মানুষও গৃহহারা থাকবে না। জাতির পিতা গুচ্ছগ্রাম শুরু করেছিলেন। আমরা সেই গুচ্ছগ্রামের সঙ্গে আশ্রয়ণ প্রকল্প এবং গৃহায়ন তহবিলের মাধ্যমে যাদের জমি আছে তাদেরকে ঘরবাড়ি করতে টাকা দিচ্ছি। প্রত্যেকটি মানুষ যেন বসবাসের জন্য সুন্দর ঘর পায় সে ব্যবস্থা করে দিচ্ছি।’

আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে—দেশের মানুষের উন্নয়ন করে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে। দেশের মানুষ জীবনমান যাতে উন্নত হয় তার জন্য কাজ করে। আর তার সুফল দেশের মানুষ আজকে পাচ্ছে। ইনশাল্লাহ ৩০ ডিসেম্বর যে নির্বাচন হবে এবং সে নির্বাচনে আমাদের কিশোরগঞ্জের ৬টি আসন। এই ৬ টি সিটের ৫টি নৌকা এবং ১ টা লাঙল, আপনারা ভোট দিয়ে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীকে জয়যুক্ত করবেন।’

সৈয়দ আশরাফের পক্ষে তার ভাই সৈয়দ মনজুরুল ইসলাম কিশোরগঞ্জ থেকে কথা বলেন। তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ অসুস্থ হওয়ার পরও আপনি তার উপরে যে আস্থা রেখেছেন সে জন্য নেত্রীকে পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, আমি বিদেশে থাকি এই দেশে আপনিই আমাদের পরিবারের অভিভাবক। আর আপনিও এখন সৈয়দ আশরাফের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত