ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

চুয়াডাঙ্গায় দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৪৮

চুয়াডাঙ্গায় দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা

ভারত বাংলাদেশ দুই দেশের বাংলা কবি সাহিত্যিকদের এক মিলন মেলা চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলার দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত আটচালা বাড়িতে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়। এতে বাংলাদেশের কবি সাহিত্যিকদের নেতৃত্ব দেন আশরাফ উদ্দীন তালুকদার এবং ভারতের কবি সাহিত্যিকদের নেতৃত্ব দেন অজয় চক্রবর্তী।

এসময় দুই বাংলার গুণী কবিদের একসাথে দেখার জন্য জেলা সহ আশপাশের অনেক সাহিত্যিকদের উপস্থিত লক্ষ করা যায়। দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর। এর আগে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই দেশের কবি সাহিত্যিকরা। এসময় তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত