ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

বগুড়া বইমেলার উদ্বোধন ২০ ফেব্রুয়ারি

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৩

বগুড়া বইমেলার উদ্বোধন ২০ ফেব্রুয়ারি

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৯দিনব্যাপী বইমেলা।

বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায়। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম। সভাপতিত্ব করবেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য প্রদান করবেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।

বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে বইয়ের স্টল বসবে। প্রতিদিন থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলায় জেলার দুই প্রবীণ সংস্কৃতিকজনকে সম্মাননা প্রদান করা হবে। বগুড়ার নাটকে অবদান রাখায় এবার নাট্যজন শ্যামল ভট্টাচার্য্য সংবর্ধিত হবেন।

এছাড়া সঙ্গীত প্রশিক্ষক হিসেবে মরহুম নূরুল মোহসিন ছটিকে মরনোত্তর পদক প্রদান করা হবে। বইমেলায় প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন এর আয়োজনে থাকছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত