ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

মাদারীপুরে প্রাইমারি শিক্ষকদের মানববন্ধন

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মার্চ ২০১৯, ২২:১৭  
আপডেট :
 ১১ মার্চ ২০১৯, ২২:২০

মাদারীপুরে প্রাইমারি শিক্ষকদের মানববন্ধন

মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানবন্ধন করেছেন। সোমবার বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় ব্যানার-ফেস্টুন ও পোস্টার হাতে নিয়ে শিক্ষকরা তাদের বেতন ১১তম গ্রেডের ঘোষণা ও তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলে প্রধান শিক্ষকরা খুশি হলেও সহকারী শিক্ষকরা খুশি নন। সহকারী প্রধান শিক্ষক নামে নতুন পদ সৃষ্টি হলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের দুটি ধাপ অতিক্রম করতে হবে। আর সহকারী প্রধান শিক্ষক পদটি না থাকলে এক ধাপ পদোন্নতি পেলেই প্রধান শিক্ষক হওয়া যাবে। তাই প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন চান সহকারী শিক্ষকরা।

মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ মাদারীপুর শাখার সহ-সভাপতি তাহমিনা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মোস্তাফিজ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সুমন প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত