ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

আওয়ামী লীগের সাত নেতাকর্মী আটক, থানা ঘেরাও করে বিক্ষোভ

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১২:০৩

আওয়ামী লীগের সাত নেতাকর্মী আটক, থানা ঘেরাও করে বিক্ষোভ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, যাদের আটক করা হয়েছে, তারা সবাই উপজেলা পরিষদ নির্বাচনে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। ভোটের মাত্র দুদিন আগে তাদের ‘পরিকল্পনার অংশ’ হিসেবে আটক করা হয়েছে। আটকদের মুক্তির দাবিতে শুক্রবার ভোর থেকে দেবহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফাসহ তার সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব সাহা সকালে বলেন, ‘কিছু অভিযোগের ভিত্তিতে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তবে যাচাই-বাছাই করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।’

তিনি আরো বলেন, এ ব্যাপারে বিক্ষোভকারীদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

আগামী ২৪ মার্চ দেবহাটা থানায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবদুল গনি। অন্যদিকে এই নির্বাচনের তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে দেবহাটা থানা পুলিশ আমার সমর্থক পারুলিয়া ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, আবুল কাসেমসহ ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকে আটক করেছে।’

গোলাম মোস্তফা আরো বলেন, ‘অথচ তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কিংবা গ্রেপ্তারি পরোয়ানা নেই। একটি বিশেষ মহলের ইঙ্গিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পুলিশ এই কাজ করেছে।’

নিজের সমর্থকদের নিঃশর্ত মুক্তি দাবি করে আওয়ামী লীগের এই ‘বিদ্রোহী প্রার্থী’ বলেন, যতক্ষণ পর্যন্ত তাদের ছাড়া না হবে, ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে।

সকাল থেকে থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, সখিপুর ইউপির চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান মো. আবু বকর, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত