ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

৩৮ ও ৪০তম বিসিএসের ফল জুনে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৬:০৯  
আপডেট :
 ২৭ মে ২০১৯, ১৬:১২

৩৮ ও ৪০তম বিসিএসের ফল জুনে

আগামী জুন মাসের মধ্যেই ৩৮তম বিসিএসের লিখিত এবং ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

ঈদের আগেই ৩৮তম বিসিএসের ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। দুইজন পরীক্ষক এবং ক্ষেত্রবিশেষে তিনজন পরীক্ষকের খাতা মূল্যায়নের কারণে বিলম্ব হয়েছে বলে জানা গেছে।

২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। গতবছরের ৮ আগস্ট এই বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

অন্যদিকে, ঈদের আগেই ৩৭তম বিসিএস নন-ক্যাডারের তালিকা প্রকাশের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পিএসসি। গত ১৩ মার্চ ৫৭৮ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশের পর দ্বিতীয় তালিকাটি প্রকাশিত হতে যাচ্ছে।

২০১৮ সালের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৩১৪ জন ক্যাডার পান। বাকি ৩ হাজার ৪৫৪ জনকে নন-ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদেরকে পর্যায়ক্রমে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

প্রসঙ্গত, ৩৭তম বিসিএসে উর্ত্তীণ নন-ক্যাডারে অপেক্ষমাণদের বেশিরভাগেরই এবার নিয়োগ হতে পারে।

আরো পড়ুন: আগস্টের মধ্যে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত