ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরার ইউপির পুনর্নির্বাচ‌নে বিএনপি প্রার্থীর জয়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ০৫:৩০

সাতক্ষীরার ইউপির পুনর্নির্বাচ‌নে বিএনপি প্রার্থীর জয়

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউপি নির্বাচ‌নে বা‌তিল হওয়া পাঁচ‌টি কে‌ন্দ্রে পুনঃ‌নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন বিএন‌পির প্রার্থী আব্দুর রউফ। বৃহস্পতিবার সকাল ৯টা থে‌কে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচ‌নের ভোট গ্রহণ করা হয়।

সন্ধ্যায় ভোট গণনা শে‌ষে ঘো‌ষিত ফলাফল অনুযায়ী, জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ ধা‌নের শীষ প্রতী‌কে মোট ১০ হাজার ১৩৮ ‌পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার একমাত্র প্র‌তিদ্বন্দ্বী আওয়ামী লী‌গের নৌকা প্রতীকের প্রার্থী মহিউর রহমান ময়ুর ৩১০৭ ভোট পেয়েছেন।

‌জেলা নির্বাচন অ‌ফিসার নাজমুল হাসান জানান, ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আলিপু‌রের মোট ৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হলেও বাকী ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বা‌তিল হওয়া ৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২২১। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৭ জন ও মহিলা ৪ হাজার ৩৩৪ জন।

তি‌নি জানান, পূর্বের ৪টি কেন্দ্রেসহ সব মিলিয়ে ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হ‌য়ে‌ছেন আব্দুর রউফ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মহিউর রহমান ময়ুর ৩১০৭ পেয়ে পরাজিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পঠিত