ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বেনাপোলে ভারতীয় রুপিসহ পাসপোর্টযাত্রী আটক

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১৬:৪১

বেনাপোলে ভারতীয় রুপিসহ পাসপোর্টযাত্রী আটক

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে রোববার দুপুরে ৫ লাখ ২৪ হাজার ভারতীয় রুপি ও চারটি নতুন মোবাইলসহ নিরজ্ঞন চন্দ্র দাস (৩৪) নামে এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক নিরজ্ঞন চন্দ্র নরসিংদী জেলার সদর থানার গোড়াদিয়া এলাকার ঝন্টু চন্দ্র দাসের ছেলে। সে পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে এসে বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে চেকপোস্ট সাদিপুর মোড়ে অবস্থান করছিল।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, একজন হুন্ডি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে চেকপোস্ট সংলগ্ন সাদিপুর মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে ক্যাম্পে নিয়ে আসেন। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫ লাখ ২৪ হাজার ভারতীয় রুপি ও চারটি নতুন মোবাইল পাওয়া যায়। তার বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • পঠিত