ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

অটোরিকশা থামিয়ে ডাকাতির পর যাত্রীকে অপহরণ

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৯, ১৪:৫৮

অটোরিকশা থামিয়ে ডাকাতির পর যাত্রীকে অপহরণ

কক্সবাজার সদরের ঈদগাঁও-ইদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে ডাকাতি ও এক যাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃত ব্যক্তির নাম মাহবুব হোসেন। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী এলাকার বাসিন্দা।

অটোরিকশার চালক রাশেদ জানান, বাইশারী থেকে ঈদগাঁও যাওয়ার পথে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছলে গতিরোধ করে সশস্ত্র ডাকাত দল। ৮/১০ জন ডাকাত যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল, প্রয়োজনীয় জিনিসপত্র কেড়ে নেয়। এসময় তারা গাড়িতে থাকা তার চাচা মাহবুব হোসেনকে টেনে হেঁচড়ে পাহাড়ের দিকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতের ভাই আবদু রহমান জানান, তার ছোট ভাই জরুরি কাজে বাইশারী থেকে ঈদগাঁও সিএনজিতে যাওয়ার পথে অপহৃত হয়েছেন।

ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, ডাকাতি ও অপহরণের খবর পেয়ে আমার ডিউটি এলাকা না হলেও জনসার্থে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, ঈদগাঁও-ঈদগড় সড়কে সকাল ৮টার আগে এবং রাত ৯ টার পর গাড়ি চলাচল বন্ধ থাকলেও কিছু অসাধু চালক তা না মানার কারণে এ রকম দুর্ঘটনা ঘটছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত