ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৯, ১৭:৩৬

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ঘাটে ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে। মানুষের স্রোতে দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।

শুক্রবার দুপুরের দিকে ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে ছোট-বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহনের জট তৈরি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের স্রোত সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ছোট-বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহনের জট তৈরি হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত