ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ভোলায় এক মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৪৩০

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৪

ভোলায় এক মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৪৩০

ভোলায় গত ১ মাসে ডেঙ্গুজ্বরে আত্রান্ত হয়েছেন ৪৩০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। বর্তমানে জেলার দু’টি হাসপাতালে ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নতুন করে আরও ৭ জন রোগী ভর্তি হয়েছে। হঠাৎ করেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

এদিকে, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ স্থানীয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত একমাসে ভোলা জেলায় ৪৩০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৯২ জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

এদিকে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিশ মশা প্রতিরোধে জেলা, উপজেলা, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান। এজন্য কাজ করছে স্বাস্থ্য বিভাগের ৬ শতাধিক কর্মী।

  • সর্বশেষ
  • পঠিত