ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

স্ত্রী- সন্তান হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

স্ত্রী- সন্তান হত্যার দায়ে  ১ জনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে তিন বছর আগে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ছাবের আলীর (২৯) বাড়ি গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ২২ মার্চ রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাজেদা বেগম ও তার ছয় মাসের সন্তান রিদোয়ান আহম্মেদকে হত্যা করা হয়।

নিজের বাবা-মায়ের সহায়তায় মাজেদার স্বামী মো. ছাবের আলী এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ প্রমাণিত হয়। রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর স্বাক্ষ্য দেন।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় আসামি মো. ছাবের আলীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধির ৩৪ ধারায় সহযোগিতার দায়ে ছাবেরের বাবা মো. মাহবুব আলী ও মা রেনু আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছাবেরের ভাই মো.শাহজাহানকে মামলা থেকে খালাস দিয়েছেন বিচারক।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত