ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজি

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৭  
আপডেট :
 ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯

ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজি

মাদারীপুর জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে শিবচর উপজেলা চেয়ারম্যানের কাছে দুই লাখ টাকা দাবি করা হয় বলে জানা গেছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে রোববার সকালে শিবচর উপজেলা চেয়ারম্যানকে ফোন দিয়ে দুই লাখ টাকা চাওয়া হয়। ক্লোন নম্বর থেকে টাকা চাওয়ার কিছুক্ষণ পর শিবচর উপজেলা চেয়ারম্যান জেলা প্রশাসককে ফোন দিলে মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি ধরা পড়ে।

শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান বলেন, সকালে আমার নম্বরে মাদারীপুর ডিসি সাহেবের নম্বর থেকে ফোন দিয়ে টিআর পাওয়ার কথা বলে দুই লাখ টাকা দাবি করে। ফোনে ডিসির পরিচয়ে যিনি কথা বলেছেন, তার সাথে আমাদের ডিসির কণ্ঠের মিল নেই। তখন সন্দেহ হলে ডিসির কাছে ফোন দিলে বিষয়টি ধরা পড়ে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, এর আগেও অফিসিয়াল নম্বরটি ক্লোন করে দুইবার চাঁদা দাবির ঘটনা ঘটেছিল। তখন দুইজনকে আটকও করা হয়। ফের একই ঘটনা ঘটলো। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত