ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পিছিয়ে যেতে পারে এরশাদের আসনের ভোট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১

পিছিয়ে যেতে পারে এরশাদের আসনের ভোট

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পিছিয়ে যেতে পারে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলার দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর দেওয়া আবেদনপত্রের মাধ্যমে রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানায় পূজা উদযাপন পরিষদ।

সর্বশেষ তারিখ পরিবর্তন করার দাবিতে বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে জেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুত আসনটি শূন্য ঘোষিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর।

কমিশন সূত্র জানায়, পূজা উদযাপন পরিষদের চিঠিটি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে। পরে চিঠিটি সিইসি’র কাছে পাঠানো হয়। বিকেলে কমিশনের বৈঠকে নির্বাচনের তারিখ পেছানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে পরিষদের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচর্য্য বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। পরের দিন পূজার সপ্তমী। ওই দিন উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে রংপুর সদর ও মহানগরীর হিন্দু সম্প্রদায়ের ৭০ হাজার ভোটারের ভোট প্রদানে বিঘ্ন ঘটবে।

তাছাড়া তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রংপুরে অনেক স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে পূজা মণ্ডপ থাকে। যদি ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এর প্রভাব কী হবে, তা তো বলার অপেক্ষা রাখে না।

এছাড়া ভোটের দিন (৫ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীগণ পূজা মণ্ডপে মণ্ডপে অঞ্জলী প্রদান করবে। ওই দিন ভোট হলে যানবাহন বন্ধ থাকবে। হিন্দু ধর্মাবলম্বীরা সবাই পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন নারী ভোটার।

  • সর্বশেষ
  • পঠিত