ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

রোমান সানার মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৫  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩০

রোমান সানার মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র‍্যাঙ্কিং টুর্নামেন্টের এককে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন রোমান সানা। তার এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করিয়েছেন। এছাড়া রোমান সানার হৃদরোগে আক্রান্ত মায়ের চিকিৎসার দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রোমানকে গণভবনে ডেকে নিজ হাতে মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী। সেখানেই এ ঘোষণা দেন তিনি। তবে রোমানের মায়ের চিকিৎসা ব্যয়ভারের টাকার নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ যোগান, তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের ভালো কিছু একটা করা সম্ভব।

উল্লেখ্য, এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-৩) রিকার্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জেতেন রোমান।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত