ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

দখল দূষণমুক্ত নৈসর্গিক বরিশালের দাবি

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ০৫:৫৬  
আপডেট :
 ২৩ অক্টোবর ২০১৯, ০৬:০৩

দখল দূষণমুক্ত নৈসর্গিক বরিশালের দাবি

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মহাপ্রয়ান দিবসে দখল দূষণমুক্ত নৈসর্গিক বরিশালের দাবি জানিয়েছেন কবি প্রেমীরা। বিএম কলেজে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিন্নধর্মী পথযাত্রা ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। যেখানে জীবনানন্দ প্রেমী শিক্ষার্থীরা নৈসর্গিক কবির রেখে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য্যর বরিশালকে দখল দূষণ থেকে রক্ষার দাবি জানান।

তারা বলেন, কবি শঙ্খচিল হয়ে আবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলায়। অথচ এসে তিনি কি দেখবেন। চারিদিকে অপরিকল্পিত নগরায়নে, অবৈধ দখল আর দূষণে গাছপালা বিনষ্ট হয়েছে, হারিয়ে গেছে খাল, পুকুর, জলাশয়। মরে গেছে ধানসিরি নদী। তাই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দাবি জানান তারা।

কলেজের জিরো পয়েন্ট প্রথমে অবস্থা নিয়ে পরে পথযাত্রা করে কবি জীবনানন্দ দাশ চত্বর, অশ্বিনী কুমার হল, কবির বাড়ির প্রাঙ্গনে অবস্থান নেন আয়োজকরা। এ সময় তারা দাবি সম্বলিত পোস্টার বহন করে এবং জাবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত