ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

রাসমেলা বাতিল

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৯, ১৬:৫৯  
আপডেট :
 ০৮ নভেম্বর ২০১৯, ১৭:০২

রাসমেলা বাতিল
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাদের মতে, ঘূর্ণিঝড়টি কাল শনিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। এমতাবস্থায় বাতিল করা হয়েছে সুন্দরবনের দুবলার চরের রাস মেলার এ বছরের আয়োজন। শনিবার বিকেল থেকে দর্শনার্থীদের রাস মেলার জন্য যাত্রার সময় নির্ধারণ করা হয়েছিল।

শুক্রবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক থেকে। ঘূর্ণিঝড়টি ঘণীভূত হওয়ার ফলে দুবলার চরে রাসমেলার আয়োজক মৎস্যজীবীদের পরামর্শ অনুযায়ী রাসমেলা বাতিলের প্রস্তাবকে জেলা প্রশাসন সম্মত হয়েছে। এ দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, তাৎক্ষণিক সহায়তার জন্য ১৯০ মেট্রিক টন খাবার ও নগদ ২ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। আর আপদকালীন সহায়তা আরও বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত