ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

প্রমাণ মিললেই শিক্ষকদের আইনের মুখোমুখি হতে হবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ১১:৪০

প্রমাণ মিললেই শিক্ষকদের আইনের মুখোমুখি হতে হবে
ফাইল ছবি

উখিয়া উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে রোহিঙ্গা শিক্ষার্থী থাকতে পারবে না। কোন রোহিঙ্গা শিক্ষার্থী যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার প্রমাণ পাওয়া গেলে শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে আইনের মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. নিকারুজ্জামান এ কথা বলেন।

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), উখিয়া থানার ওসি আবুল মনসুরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য রোহিঙ্গারা স্থায়ীভাবে এদেশে থেকে যেতে তাদের ছেলেদের কৌশলে ভর্তি করিয়েছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে। এ অভিযোগ পেয়ে ইউএনও’র এ ধরণের পদক্ষেপ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনতা।

  • সর্বশেষ
  • পঠিত