ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৪৫

ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

রাঙামাটির ঘাগড়া এলাকায় ট্রাকচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছে।

রোববার সকাল নয়টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের কাউখালীর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয় আরো চারজন। এদের মধ্যে থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের নাম এশিচিং মারমা (২০)। সে রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের পেরাছড়া গ্রামের থোয়াইচিং মারমার মেয়ে। সে রাঙামাটি সরকারী কলেজের অর্থনীতি সম্মান ১ম বষের্র শিক্ষার্থী ছিল।

কাউখালী থানার পুলিশ উপ পরিদর্শক হারুনর রশীদ জানায়, রোববার সকালে কাউখালী থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম থ ১২৮০২৭) যাত্রী নিয়ে রাঙামাটি শহরের দিকে আসছিল। অটোরিকশাটি কলাবাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই কলেজ ছাত্রী নিহত এবং চালকসহ অন্য তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে (চট্ট মেট্রো ট- ১১-৮১৮৪) উদ্ধার এবং ট্রাকে থাকা দুজন শ্রমিককে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আটক হওয়া শ্রমিক মো. মানিক (১৮) বলেন, সকালে তারা বালু নিয়ে রানীর হাট থেকে রাঙামাটির আসাম বস্তিতে আসেন। বালু নামিয়ে দিয়ে তারা রানীর হাটে ফিরছিলেন। সে এবং আরেক শ্রমিক মো. আব্দুল সুক্কুর (২৬) ট্রাকের পেছনের অংশে ছিলেন। ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে না থামিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর প্রায় এক কিলোমিটার দূরে এসে ঘাগড়া আর্মি ক্যাম্পের ঠিক কয়েক গজ দূরে সড়কের বাম পাশে ট্রাকটি রেখে চালক ও হেলপার দুজনে পালিয়ে যায়।

কাউখালী থানার পুলিশ উপ পরিদর্শক হারুনর রশীদ জানায় এ ঘটনায় মামলা প্রস্তুত করা হচ্ছে। নিহতের লাশ রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত