ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

প্রতি রাতেই বলাৎকারে মেতে উঠতেন শিক্ষক

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২০, ১০:১১

প্রতি রাতেই বলাৎকারে মেতে উঠতেন শিক্ষক

প্রায় প্রতি রাতেই ছাত্রদের সঙ্গে বলাৎকারে মেতে উঠতেন শাহজালাল নামে এক মাদ্রাসা শিক্ষক। এতে ছাত্ররা বাধা দিলে কোরআন চালান দিয়ে অভিশাপ দেবেন কিংবা পাগল বানানোর ভয় দেখাতেন তিনি। বলাৎকারের সময় সিসি ক্যামেরাও বন্ধ করে দিতেন তিনি।

অবশেষে শুক্রবার রাতে সেই শাহজালালকে আটক করেছে পুলিশ। শনিবার তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক শাহজালাল দেবিদ্বার উপজেলার তালতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকার চান্দিনা সড়কের জামিয়া ইসলামিয়া বাইতুন-নূর হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক।

এদিকে, শাহজালালের বলাৎকারের কারণে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। পরে এ ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রটির বাবা। অভিযোগের ভিত্তিতে রাতেই মাদ্রাসা থেকে শাহজালালকে আটক করা হয়।

চান্দিনা সড়কের একটি ভবনের তিনতলার একটি অংশ ভাড়া নিয়ে ওই মাদ্রাসাটি চলছিল। এখানকার একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ রয়েছে শিক্ষক শাহজালালের বিরুদ্ধে। তিনি প্রতি রাতেই মাদ্রাসার হোস্টেলের সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে অভিশাপের কথা বলে কিংবা পাগল করে দেয়ার ভয় দেখিয়ে ছাত্রদের বলাৎকার করতেন।

অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রটির বাবা বলেন, বলাৎকারের ফলে আমার একমাত্র ছেলেটি এখন অসুস্থ। তাকে নিয়ে এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। ছেলেকে পবিত্র কোরআন ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। আমি ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শাহজালালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত