ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সাড়ে ৫ ঘণ্টা পর পদ্মায় চলল ফেরি

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৭

সাড়ে ৫ ঘণ্টা পর পদ্মায় চলল ফেরি
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকার সাড়ে ৫ ঘণ্টা বন্ধ পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মায় কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চালু করে কর্তৃপক্ষ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ।

তিনি জানান, কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এরপর একযোগে শিমুলিয়া ঘাট থেকে পাঁচটি ফেরি বাংলাবাজারের ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সোমবার ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। সে সময় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছিলো বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৯টার দিকে নৌ চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন

তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দুই নৌরুটে দুর্ভোগ চরমে

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত